অনলাইনে (Online) বাংলাদেশ ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩ – ৬৩ তম ব্যাচ

আধুনিক কম্পিউটারস্‌ঃ ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2023 নিয়ে আজ আলোচনা করবো। জুন-আগস্ট ২০২৩ সেশনে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। ৫৩ তম ব্যাচে জুন-আগস্ট সেশনের ফার্মেসি কোর্সে ভর্তি ২০২৩ অনলাইনে ১৬ এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে। এই কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ



ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির যোগ্যতা ২০২৩

  • আবেদনকারীকে এসএসসি /সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে।
  • ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তাঁর ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি।

অনলাইনে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন পদ্ধতি ২০২৩

অনলাইনে আবেদনপত্র পূরণ, নিম্ববর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত (Upload) ও নির্ধারিত ফি জমা করতে হবে:

  • এসএসসি / সমমানের সনদপত্রের সত্যায়তি কপি।
  • সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র।
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়তি কপি।
  • সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি।
  • কোর্স ও পরীক্ষার ফি বাবদ সর্বমোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অনলাইনের মাধ্যমে জমা  করতে হবে।
পোস্টের শিরোনামফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ব্যাচ নম্বর৬৩ তম ব্যাচ
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
ওয়েবসাইট ঠিকানাwww.pcb.gov.bd
কোর্স ও পরীক্ষার ফি৫,০০০/-
আবেদনের যোগ্যতাএসএসসি / সমমানের
আবেদন শুরুর তারিখ১৬ এপ্রিল ২০২৩

অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

অনলাইনে আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি ৫,০০০/- টাকা অনলাইনে ডেভিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নদগ, mCash, AB, t-Cash, Wallet, শিউর ক্যাশ, Dmoney) ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে। কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পে-অর্ডার/ডি.ডি গ্রহণযোগ্য নয়।

Comments

Popular posts from this blog